মানুষের মূত্র থেকে তৈরি হলো ইট!
প্রকাশিত : ১৬:০৫, ২৯ অক্টোবর ২০১৮
বিজ্ঞানের অগ্রযাত্রায় দিন দিন গবেষকরা নতুন নতুন জিনিস আবিস্কার করছেন। এবার তারা মানুষের মূত্র থেকে ইট তৈরি করে সারা ফেলে দিয়েছেন।
এমনই এক কাজ করেছেন দক্ষিণ আফ্রিকার গবেষকরা। তাদের ওই ইট পরিবেশ বান্ধব বলেও দাবি করেন তারা।
ইউনিভার্সিটি অব কেপ টাউনের গবেষকরা এ কাজটি করতে সক্ষম হয়েছেন। মূত্র ছাড়াও ওই ইটে উপাদান হিসেবে রয়েছে বালি ও ব্যাকটেরিয়া।
সূত্রটি বলছে, ইউনিভার্সিটি অব কেপ টাউনের পুরুষদের গণশৌচাগার থেকে সংগ্রহ করা হয় এই মূত্র। প্রথমে মূত্র থেকে এক ধরণের সার তৈরি করা হয়। এরপর এর বাকি অংশ ব্যাকটেরিয়া ও বালুর সাথে মেশানো হয়। তাদের পদ্ধতিতে তাপ দেওয়া ছাড়াই ইট শক্ত হয়ে যায়।
গবেষক ডিলন র্যানডাল জানান, সাগরে প্রবাল যেভাবে তৈরি হয়, অনেকটা তার কাছাকাছি পদ্ধতিতেই এই ইট তৈরি করা হয়। ব্যাকটেরিয়া এমন একটি এনজাইম তৈরি করে যাতে মূত্র থেকে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় ও বালুর সাথে মিশে শক্ত ইট তৈরি হয়।
গবেষক দলের সদস্যরা বলছে, একজন মানুষ প্রায় ১০০ বার মুত্রত্যাগ করলে তা থেকে একটি ইট তৈরির মতো উপাদান পাওয়া যায়।
সূত্র: ইয়াহু সায়েন্স
এমএইচ/